করোনায় অসহায় মানুষদের পাশে প্রাণ-আরএফএল গ্রুপ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। গ্রুপের পক্ষ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে। শনিবার প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জিয়াউল হক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ, বিস্কুট ও নুডলস। প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও রংপুর অঞ্চলে কয়েক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন এ কাজে সহযোগিতা করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের এ ক্রান্তিকালে আমরা নানাভাবে কাজ করছি। এ মুহূর্তে সমাজের দিন আনে দিন খায় এমন মানুষ খুব কষ্টে তিনি আরও বলেন, ‘আমরা দেশের এ দুর্যোগ মুহূর্তে সামাজিক সংগঠনগুলোকেও অসহায় মানুষকে সহায়তার জন্য বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করেছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট কাটিয়ে উঠতে পারব।’আছে। আমরা দেশের বিভিন্ন স্থানে গিয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।’তিনি আরও বলেন, ‘আমরা দেশের এ দুর্যোগ মুহূর্তে সামাজিক সংগঠনগুলোকেও অসহায় মানুষকে সহায়তার জন্য বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করেছি ,আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট কাটিয়ে উঠতে পারব।’